ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিডিও কনফারেন্সের জন্য নিরাপদ নয় ‘জুম’

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী স্থবির হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ভার্চুয়ালি প্রয়োজনীয় মিটিং, বিবৃতি প্রদান, শিক্ষা কার্যক্রম এবং প্রেস ব্রিফিং এর জন্য ভিডিও কনফারেন্স হয়ে উঠেছে অপরিহার্য। আর এর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘জুম’ অ্যাপ। তবে ‘জুম’ ভিডিও কনফারেন্স এর জন্য এখনও পর্যন্ত নিরাপদ কোনো প্লাটফর্ম নয় বলে দাবি করেছে ভারত সরকার।

আল জাজিরারা এক প্রতিবেদনে বলা হয়, এই লকডাউনের সময় ভিডিও যোগাযোগের জন্য জুম একটি বহুল ব্যবহৃত মাধ্যম হয়ে উঠেছে। তবে ভারত বলছে, এখন পর্যন্ত জুম নিরাপদ হয়ে উঠতে পারেনি।

খবরে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এই অনলাইন যোগাযোগ মাধ্যম ‘জুম’এর পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে ক্ষমা চাওয়া হয়েছিল। তারা জানিয়েছে, তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ চলছে।

‘জুম’ ব্যবহার করা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে জার্মানি ও তাইওয়ান। এদিকে এ মাস থেকে কর্পোরেট ল্যাপটপগুলো থেকে ‘জুম’ এর ডেস্কটপ ভার্শনকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে গুগল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন