বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত হওয়া স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে অনুদান দেবে গুগল। বুধবার গুগল এ ঘোষণা দেয়। গুগল সংশ্লিষ্টরা জানায়, স্বল্প পরিসরের নিউজরুমের জন্য কয়েক হাজার ডলার ও বড় ধরনের নিউজরুম পরিচালনার জন্য কয়েক লাখ ডলার অনুদান দেয়া হবে।
করোনাভাইরাসের কারণে এই সংকটময় পরিস্থিতিতে যেসব স্থানীয় সংবাদমাধ্যমগুলো স্থানীয় সম্প্রদায়ের জন্য তথ্য সরবরাহ করছে, সেসব সংবাদমাধ্যমগুলোকে এই অনুদান দেবে গুগল।
করোনার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বিশ্বের সংবাদপত্রগুলো। বিশ্বের অসংখ্য পত্রিকা মুদ্রণ বন্ধ করা হয়েছে। অন্যদিকে, গত মাসে বিশ্বের ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমগুলোকে ১০ কোটি ডলার অনুদান দিয়েছিল ফেসবুক।
আনন্দবাজার/ টি এস পি