বাদুড় থেকেই করোনাভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে ভারতের শীর্ষ চিকিৎসা সংস্থা ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর)। প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ডঃ রমন আর গঙ্গাখেড়কর চীনের গবেষকদের সাথে একমত জানিয়ে এই তথ্য প্রকাশ করেন।
করোনাভাইরাসের উৎপত্তির রহস্য উদঘাটন করতে এখনো পর্যন্ত ব্যর্থ পুরো বিশ্বের বিজ্ঞানীরা। যদিও চীনের গবেষকরা দাবি করেছিলেন, বাদুড় থেকেই এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। এবার সেই সুরে গলা মেলালেন ভারতের বিজ্ঞানীরা।
ভারতের আইসিএমআরের প্রধান বিজ্ঞানী ডঃ রমন আর গঙ্গাখেড়কর বলেন, চীনের একটি গবেষণা অনুসারে, মনে করা হচ্ছে যে এই করোনা ভাইরাস বাদুড়ের মধ্যে থেকেই মানুষের শরীরে এসেছে। এমনও একটি সম্ভাবনা রয়েছে যে প্রথমে ওই ভাইরাস বাদুড়ের থেকে প্যাঙ্গোলিনের শরীরে ছড়ায়। যেহেতু চীনে পাঙ্গোলিন খাওয়া হয় তাই মনে করা হচ্ছে সেখান থেকেও এটি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে ।
ডঃ রমন আর গঙ্গাখেড়কর আরও বলেন, করোনাভাইরাস যেভাবে বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে বলে মনে করা হচ্ছে তা যদি সত্যি হয় তবে এটি অত্যন্ত বিরল ঘটনা। হাজার বছরের মধ্যে একবার এভাবে কোনও ভাইরাস নিজের চারিত্রিক ধরণ পরিবর্তন করে আরও শক্তিশালী হয়ে এমন সংক্রমণ মানুষের মধ্যে ছড়াতে পারে।
আনন্দবাজার/ডব্লিউ এস