ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে বিরক্ত, বন্ধুকে সুটকেসে করে বাসায় আনার চেষ্টা

করোনা পরিস্থিতিতে চলা লকডাউনে বিরক্ত হয়ে সুটকেসে ভরে বন্ধুকে বাসায় নিয়ে আসার চেষ্টা করায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত রবিবার (১২ এপ্রিল) ভারতের কর্ণাটকে এমন ঘটনা ঘটে বলে ইন্ডিয়া টুডে’র একটি খবরে জানানো হয়।

জানা গেছে, লকডাউন চলাকালে ওই কিশোরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনের পর দিন ঘরবন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ায় এক পর্যায়ে ওই কিশোর সুটকেসের মধ্যে বন্ধুকে ঢুকিয়ে বাসায় নিয়ে আসার চেষ্টা করে।

কিন্তু এতো প্রচেষ্টার পরও কোন লাভ হয়নি। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেটে সুটকেসের মধ্যে কিছু একটা নড়তে দেখে ওই কিশোরকে সুটকেস খুলতে বাধ্য করে সেখানেকার দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। সুটকেস খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে ওই কিশোরের বন্ধু। পরে ওই দুই কিশোরকে নিকটস্থ থানায় সোপর্দ করে নিরাপত্তাকর্মীরা।

স্থানীয় পুলিশ বলেন, পরে ওই দুই কিশোরের অভিভাবকদের ডেকে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন