ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউন রাখতে হতে পারে ২০২২ পর্যন্ত!

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের প্রতিটি দেশেই চলছে ঘোষিত অঘোষিত লকডাউন। আর লকডাউনের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে পুরো বিশ্বেই। ক্ষতি এড়াতে ঝুঁকি নিয়েই ইতালি, স্পেন, ডেনমার্কসহ কয়েকটি দেশে লকডাউন শিথিল করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ব বিদ্যালয়ের একটি গবেষণা বলছে, ২০২২ সাল পর্যন্ত দফায় দফায় রাখতে হতে পারে লকডাউন।

মঙ্গলবার জার্নাল সায়েন্সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি প্রকাশ করা হয়।

গবেষণায় বলা হয়, একবার লকডাউন দিয়ে প্রতিরোধ করা যাবে না এই করোনাভাইরাস। ২০২২ সাল পর্যন্ত মানুষের মধ্যে এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার প্রকোপ শীতকালে আরো বাড়তে পারে। এটি মৌসুমি রোগ হয়ে ঘুরেফিরে আসবে।

এ বিষয়ে গবেষণার মূল লেখক স্টেফেন কিসলের বলেন, আমরা দেখেছি যে একবার সামাজিক দূরত্ব তৈরি করে যুক্তরাষ্ট্রের মত দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমানো সম্ভব না। যদি এই রোগের কোন প্রতিষেধক না থাকে তাহলে যেটা প্রয়োজনীয় সেটি হচ্ছে সামাজিক দূরত্ব অব্যাহত রাখা।

উল্লেখ্য, করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৯৭ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৮৫৯ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন