ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপে দাবদাহের নতুন রেকর্ড

ইউরোপের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি দেশে তীব্র দাবদাহ আগের সব রেকর্ড ছাড়িয়েছে।

বুধবার বেলজিয়ামের শহর লেইনে ব্রোগুলে সর্বোচ্চ ৩৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ১৮৩৩ সালের পর সর্বাধিক তাপমাত্রা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া, নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় আইন্ডোভেন শহরে গত ৭৫ বছরের মধ্যে সর্বাধিক তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, জার্মানির গাইলেনকারচেন শহরের তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রীতে পৌঁছানোর কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার শহরটির তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাসও দেয়া হয়েছে। অন্যদিকে, ফ্রান্সে তীব্র দাবদাহের কারণে পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশটির তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন