করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন কাটাচ্ছে শত শত মানুষ। খাবার না পেয়ে অনাহারে রাস্তার খাবার তুলে খেতেও বাধ্য হচ্ছে মানুষ। এমন একটি হৃদয়বিদারক দৃশ্য দেখা গেলো ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে। সড়কের ওপর পড়ে গড়িয়ে যাচ্ছে দুধ। ক্ষুধার জ্বালা মেটাতে সড়কে গড়িয়ে পড়া সেই দুধ একসঙ্গে ভাগাভাগি করে নিল কুকুর এবং মানুষ।
সোমবার ভারতের আগ্রার একটি রাস্তায় কন্টেইনার উল্টে রাস্তায় গড়িয়ে পড়ে দুধ। দুধ গড়িয়ে পড়া দেখে ক্ষুধার জ্বালা মেটাতে ছুটে আসেন এক ভবঘুরে। দুই হাতে রাস্তায় গড়িয়ে পড়া তুলে নেন একটা ছোট্ট পাত্রে। ওই ব্যক্তির পাশাপাশি কয়েকটি কুকুরও ছুটে আসে এবং ক্ষুধার জ্বালা মেটাতে দুধ পান করতে থাকে।
২৪ মার্চ কোনো প্রকার পূর্ব সংকেত ছাড়াই ভারতে লকডাউন ঘোষণা দেয় মোদি সরকার। লকডাউন পরিস্থিতিতে কোটি কোটি মানুষ ও অভিবাসী শ্রমিক কর্মসন্ধান হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। এদের মতো আশি কোটি মানুষের জন্য সরকার অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও তারা সরকারি এই সাহায্য পুরোপুরি পাচ্ছেনা বলে জানা যায়।
আনন্দবাজার/ টি এস পি