ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস গ্রহণযোগ্য নয় : অর্থমন্ত্রী

বাংলাদেশের জিডিপি ২ থেকে ৩ শতাংশ হ্রাস পাওয়ার যে পূর্বাভাস বিশ্বব্যাংক দিয়েছিলো তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। সোমবার (১৩ই এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ৮ মাসের তথ্য যাচাই করে কিছুদিন আগেই এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি বলেছে এবার বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশ। ফলে, বিশ্বব্যাংকের পূর্বাভাস একেবারেই অপরিপক্ক।

তিনি আরও বলেন, করোনার প্রভাবে সারাবিশ্বের মতো বাংলাদেশেও জিডিপি কমবে। তবে, তারপরও বাংলাদেশ কমপক্ষে ৬ শতাংশের বেশি জিডিপি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন আ হ ম মোস্তফা কামাল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন