মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাল চুরির সময় ম্যানেজার আটক, ডিলার পলাতক

দিনাজপুরের বিরামপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় সুলতান মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৬ বস্তা চাল।

এ ঘটনায় সুলতান মাহমুদকে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আটক সুলতান মাহমুদ ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোতাহার হোসেন নামের চাল ডিলারের ম্যানেজার।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আজকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার দিওড় ইউনিয়নে মানুষের মাঝে চাল বিতরণের তারিখ ছিল। সেখান থেকে ২৭০ কেজি চাল মতিন নামের ওই ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী চাল আটক করে আমাকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিলারের ম্যানেজার সুলতানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ সময় ঘটনাস্থল থেকে ডিলার মোতাহার হোসেন ও চাল ক্রেতা মতিন পালিয়ে যান।
বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়াও ডিলারসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

আনন্দবাজার/শহক/ জাহি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শীতেই ‘মরবে’ ইউক্রেন

সংবাদটি শেয়ার করুন