মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বড় ধসের শঙ্কা পোশাক রপ্তানিতে

প্রানঘতী করোনা ভাইরাসের জন্য বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ায় গত মাসে বিপুলসংখ্যক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে বিদেশি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। করোন্ ভাইরাস রোধে কারখানা বন্ধ করা হয়েছে। যার কারণে পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে।

এই বছর এপ্রিল মাসের প্রথম সাত দিনে পোশাক রপ্তানি হয়েছে ১২ কোটি ৯৪ লাখ ডলারের। কিন্তু গত বছরের এপ্রিলের প্রথম সাত দিনে পোশাক রপ্তানি হয়েছিল ৫৮ কোটি ১৯ লাখ ডলারের ডলারের। সেই অনুযায়ী চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে পোশাক রপ্তানি কমে গেছে ৭৭ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছরের মার্চ মাসের অবস্থাও অনেকটা এমনি ছিল। মার্চে ১৯৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের মার্চের চেয়ে ৩০ শতাংশ কম। কিন্তু ২০১৯ সালের মার্চে পোশাক রপ্তানি হয়েছিল ২৮২ কোটি ডলারের।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেওয়া তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহের রপ্তানি, পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত পরিসংখ্যান বিশ্লেষণ করে সংগঠনটির পূর্বাভাষ হচ্ছে, শেষ পর্যন্ত চলতি এপ্রিলে সব মিলিয়ে ৭৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হতে পারে। যা গত বছরের এপ্রিলের চেয়ে রপ্তানি কম হবে প্রায় ৭০ শতাংশ। মে মাসেও পোশাক রপ্তানি শত কোটি ডলারে পৌঁছাবে না বলেও ধারণা করছেন তারা।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ

সংবাদটি শেয়ার করুন