মহামারি করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে আয়-রোজগারের উপায়। এমন সংকট ময় মুহূর্তে যারা ত্রাণও পান না তাদের অসহয়াত্ব চরমে পৌঁছায়। সম্প্রতি এরই নজির দেখা গেল ভারতে।
খাবারের অভাবে দেশটির উত্তর প্রদেশের বাদোহি জেলার জেগাঙগিরাবাদ এলাকায় এক মা তার পাঁচ সন্তানকে নিক্ষেপ করেছেন গঙ্গায়।
রবিবার (১২ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানায়।
খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুদের উদ্ধারে তৎপর হয় বলে জানা গেছে। তারা ওই নারীকে আটক করে। ওই নারী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানায় পুলিশ।
সূত্রের তথ্যমতে, ওই নারী অভিযোগ করেন, তিনি এবং তার সন্তানরা লকডাউনে থাকা অবস্থায় কোনো খাদ্য সহায়তা পাচ্ছিলেন না। দীর্ঘদিন লকডাউনের কারণে তার দৈনন্দিন উপার্জনের পথও ছিল বন্ধ।
এদিকে, পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক জানানো হয়, আমাদের প্রাথমিক গুরুত্ব হলো শিশুদের অবস্থান নির্ণয় করা। পরবর্তীতে আমরা অন্য বিষয়ে তদন্ত করব।
আনন্দবাজার/শাহী