করোনা থেকে সেরে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সুস্থ হয়ে শনিবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। তবে তিনি কাজে যোগ দেবেন না এখনই। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার জানানো হয়, ডাক্তারদের পরামর্শক্রমে প্রধানমন্ত্রী আপাতত অফিস করবেন না।
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরিস জনসন। করোনায় শনাক্ত হওয়ার ১০ দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে নেওয়ার আগে শরীরের তাপমাত্রা বেশিসহ করোনার উপসর্গ ছিল বরিস জনসনের। এক রাতের জন্য হাসপাতালে নেয়া হলেও বেশ কয়েকদিন কাটাতে হয়েছে জনসনকে।
আনন্দবাজার/ টি এস পি