সম্প্রতি সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার মোকাবেলায় কারফিউ এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে, গত সপ্তাহে সৌদি আরবের অধিকাংশ প্রধান শহরে পুরো চব্বিশ ঘন্টার লকডাউন জারি করা হয়।
অন্যান্য শহরগুলোতে দুপুর থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি রয়েছে। যারা আইন ভাঙার চেষ্টা করেছে গতকাল শনিবার (১১ এপ্রিল) থেকে পুলিশ তাদের গ্রেফতার করতে শুরু করেছে।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সৌদিতে চার হাজারের বেশি মানুষের ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে এখন পর্যন্ত ৫২জন। -বিবিসি
আনন্দবাজার/শাহী