করোনা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রায় প্রতিটি দেশই। তবুও প্রত্যেকটি দেশেই সবাই সবার অবস্থান থেকে তৎপর হয়ে উঠেছে। যার যা আছে তা নিয়েই লড়াইয়ে নেমেছে করোনার বিরুদ্ধে। ভারতের এক মন্ত্রীর স্ত্রী এবং কন্যা সেলাই মেশিন নিয়ে নেমেছেন মাস্ক তৈরির যুদ্ধে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ প্রধানের স্ত্রী মৃদুলা ও কন্যা নামিসা বাসায় বসেই তৈরি করছেন মাস্ক। মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মাস্ক তৈরির ব্যস্ততার একটি ছবি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করলে বিষয়টি সামনে আসে। সেই ছবিতে দেখা যাচ্ছে তার স্ত্রী ও কন্যা নিজ ঘরে বসে মাস্ক তৈরিতে ব্যস্ত।
টুইটারে ছবিটি পোস্ট করে মন্ত্রী ধর্মেন্দ প্রধান লিখেছেন, নিজের ঘরের মানুষ ছাড়াও তারা সমাজের অন্যদের কথা ভেবে পুনরায় ব্যবহার করা যায় এমন মাস্ক তৈরি করছেন।
তিনি আরও লিখেছেন, আমি আমার স্ত্রী মৃদুলা ও কন্যা নামিসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসলে আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের জন্য ও সমাজের কিছু অংশের জন্য সামান্য করার চেষ্টা করছি মাত্র।
উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬০০ জন। মারা গেছেন ২৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৭৭৪ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস