সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় সৌদি আরবে ৩৮২ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে আরো ৫ জনের মৃত্যুর পর দেশটিতে এখন করোনায় মোট মৃতের সংখ্যা ৫২ জন। মৃতদের তালিকায় ১০ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (১১ এপ্রিল) এসব হালনাগাদ তথ্য জানানো হয়েছে। আরও জানা যায়, দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪ হাজার ৩৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩৫জন নিয়ে মোট ৭২০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৫ মার্চ থেকে শপিংমল, সরকারি-আধা সরকারি ও বেসরকারি অফিস-আাদালত বন্ধ রয়েছে। এছাড়াও সৌদি আরবের বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
আনন্দবাজার/শাহী