ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতির মধ্যেও চলছে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজ

করোনা পরিস্থিতির মধ্যেও পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত কাজ করছেন দেশি-বিদেশি প্রায় ছয় হাজার কর্মী।

করোনা পরিস্থিতিতে প্রকল্পের কাজের ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, করোনা সংক্রমণ এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইয়াফেস ওসমান আরও বলেন, ইতোমধ্যে প্রথম ইউনিটের ২৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ সংশ্নিষ্ট যাবতীয় কাজ আগের মতোই চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুসারে সব ধরনের সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগাম সতর্কতার জন্য রুশ কর্মী ও প্রকৌশলীদের মধ্যে যারা বয়স্ক ব্যক্তি ও নারী রয়েছেন, এমন একটি দল গত সোমবার দেশে ফিরে গেছেন। এখনও প্রায় দুই হাজারের বেশি বিদেশি কর্মী প্রকল্পটিতে কাজ করছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন বলেন, তারা সব ধরনের সুরক্ষা ব্যবস্থা মেনেই প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন