প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাশিয়ার রাজধানী মস্কো এবং অন্যান্য কিছু অঞ্চলে লকডাউন ঘোষণার পর দেশটিতে মদের বিক্রি বেড়ে গেছে দ্বিগুন হারে। ভদকা, হুইস্কি এবং বিয়ারের দোকানগুলোতে ভোক্তাদের ভিড় বেড়েই যাচ্ছে। রাশিয়ানরা ধারণা করছেন মদ পানে কেটে যায় করোনা।
দেশটির গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন জানায়, করোনাভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ার কারণে মার্চের শেষ সপ্তাহে এসে পুরো রাশিয়াজুড়েই ভদকার খুচরা বিক্রি গত বছরের চেয়ে বেড়েছে প্রায় ৩১ শতাংশ। পাশাপাশি হুইস্কি এবং বিয়ারের বিক্রিও বেড়েছে যথাক্রমে ৪৭ এবং ২৫ শতাংশ।
মদ্যপান রোধের প্রচারণা চালানো দেশটির সংস্থা সোবার রাশিয়ার প্রধান সুলতান খামজায়েভ জানান, দীর্ঘ ছুটি, অবসাদ এবং ভয় থেকে মদ কেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অনেকে মনে করছেন খুব শীঘ্রই মদ সঙ্কট দেখা দিতে পারে। এছাড়াও অনেকের ধারণা করোনার বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা হলেও সুরক্ষা দেয় মদ।
উল্লেখ্য, দেশটিতে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১০ হাজার ১৩১ এবং মারা গেছেন ৭৬ জন।
আনন্দবাজার/শাহী