ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মদ্যপানে করোনা সারার গুজবে প্রাণ গেল ৬০০ জনের

মহামারী করোনা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময়েই ছড়িয়ে পড়ছে নানা গুজব। যাচাই বাছাই না করে অনেকেই পড়ে যাচ্ছেন এসব গুজবের ফাঁদে। অ্যালকোহলে করোনা থেকে থেকে মুক্তি পাওয়া যায় এমন গুজবে মদ্যপান করে ইরানে মারা গেছেন ৬০০ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও প্রায় ৩ হাজার জন।

মদ্যপানে করোনা থেকে মুক্তি পাওয়া যায় এমন গুজব ছড়িয়ে পড়লে দেশটিতে কয়েক হাজার মানুষ উচ্চ ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন। আর এর ফলেই এত বিপুল পরিমাণ প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে।

তিনি আরও বলেন, এর সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন