ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সচেতনতা

সচেতনতা
————————

কবি,মাইদুল ইসলাম

ভেবেছ মাস্ক পড়লেই বেঁচে যাবে বেশ।
উদ্ধার হবে দেশে।
না রে না বোকা,
ঐ মাস্ক হালকা একটু ধোকা।
জীবাণু মুক্ত করতে হবে হাত।
শুন্য করতে হবে জনোপাত।
আক্রান্তদের থেকে বজায় রাখতে হবে নিরাপদ দূরত্ব।
এ সময়ে ছোটো খাটো অসুখরে দিতে হবে গুরুত্ব।
সরকারের আইন গুলো মানতে হবে যথাযথ।
তবেই মিলবে দেশ,জাতির ভালো অর্থ।

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন