ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট্ট মেয়েকে আদরও করতে পারেন না পুলিশ বাবা

করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়ে চলেছে প্রতিবেশী দেশ ভারতে। ভাইরাসটির বিস্তার রোধে দিনরাত কাজ করছে দেশটির পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও নিজের ছোট্ট মেয়েকে কোলে তুলে আদর করতে না পারার কষ্ট জানিয়েছেন ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা।

ভারতীয় সেই পুলিশ কর্মকর্তা তার কষ্টের বিষয়টি ইন্টারনেটে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়। ভারতের ইন্দোরের ঐ পুলিশ অফিসার নির্মল কুমার শ্রীবাস টুকোগঞ্জ থানার দায়িত্বে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে শ্রীবাস লিখেছেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। প্রয়োজনে ৪৮ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। তাতে দুঃখ নেই। কষ্ট হচ্ছে খুব যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর দূর থেকে আমায় অবাক চোখে দেখে আমার ছোট্ট মেয়ে। ও অবুঝ চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে দেখে। আর হাজার ইচ্ছে সত্ত্বেও ওকে আমি কোলে তুলতে পারি না! ভয় করে, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।

সেই পুলিশ কর্মকর্তার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উল্টানো বালতির ওপর বাসন রেখে খাবার খাচ্ছেন তিনি। আর তার ছোট্ট মেয়ে দূরে একপাশে দাঁড়িয়ে থেকে বাবাকে দেখছে।

আনন্দবাজার/ডব্লিউ এ

সংবাদটি শেয়ার করুন