ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১২০০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২০০ জন। দেশটিতে প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় সাথ হাজার মানুষ।

গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। সেই সময়ে উহান ছাড়াও চীনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় চার লাখ ৩০ হাজার মার্কিন নাগরিক বিমানে করে আমেরিকা এসেছিলেন।

চীন সেই সময় ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ না করায় চীন থেকে দেশে ফেরা মার্কিন নাগরিকদের কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করানো হয়েছিল। যেকারণেই করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্র বর্তমানে খুব নাজেহাল অবস্থায় রয়েছে। রবিবার আমেরিকার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদে নতুন এই তথ্য উঠে এসেছে।

এদিকে আগামী সপ্তাহে করোনায় মৃত্যু আরও বাড়ার আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের আশঙ্কা, করোনায় এক লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে যুক্তরাষ্ট্রে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন