ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে আবারো মাথাচাড়া দিয়ে উঠছে করোনা

করোনাভাইরাস আবারো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে চীনে। করোনা মুক্ত ঘোষণা করে করোনা চিকিৎসার জন্য খোলা হাসপাতালগুলো বন্ধ ঘোষণা করেছিল দেশটি। গতকাল রবিবার (৫ এপ্রিল) দেশটিতে নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এ সংখ্যাটা ছিল ৪৭ জন।

চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি এ ভাইরাসের সংক্রমণ প্রশমনে বেইজিং বেশ কিছু কঠোর পদক্ষেপ নিলেও তাতে দেশটি সফলতা পাচ্ছে না এখনও। নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই অনেকের আক্রান্ত হওয়ার বিষয়টি ফের মারাত্মক উদ্বেগ সৃষ্টি করেছে চীনের জন্য।

এর আগে গত বছরের শেষে চীনে করোনা প্রাদুর্ভাব শুরু হয়। চীন সরকারের তথ্য মতে, সেখানে সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮১৭০৮ জন এবং সুস্থ হয়েছে ৭৭০৭৮ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন