ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা নির্ণয়ে নতুন দ্বার উন্মোচন

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় অত্যাধুনিক ও কার্যকর প্রযুক্তি আবিষ্কার করেছে ইরান। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সিটি স্ক্যানের সাহায্যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে করোনাভাইরাস সংক্রমণ। সম্প্রতি তেহরান টাইমস এমন তথ্য জানানো হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী সৌরেনা সাত্তারীর উপস্থিতিতে এ প্রযুক্তির উন্মোচন করা হয়। এরপর অত্যাধুনিক ও কার্যকর এই প্রযুক্তি করোনাভাইরাস নির্ণয় করা সিটি স্ক্যানের উদ্বোধন করা হয়।

ইরানের এ উদ্ভাবন প্রসঙ্গে সৌরেনা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভিত্তি করে করোনা সংক্রমণ চিহ্নিত করার এ নতুন প্রযুক্তি বের করেছে ইরানের কয়েকটি কোম্পানি। আর এর মাঝেই করোনা সংক্রমণ সঠিক ভাবে নির্ণয়ের নতুন পথ খুলে গেছে বলে জানান তিনি।

এছাড়া তিনি উল্লেখ করে জানান, গোটা ইরানজুড়ে বহু হাসপাতালে নতুন এ পদ্ধতি বসানো হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন