ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সঞ্চয়পত্রের টাকা পরিশোধের নির্দেশ : বাংলাদেশ ব্যাংক

 বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে মেয়াদ পূর্ণ জাতীয় সঞ্চয় সার্টিফিকেট এবং কুপনের অর্থ পরিশোধ করার।

করোনা ভাইরাসের জন্য ব্যাংক পরিচালিত হচ্ছে সীমিত আকারে। ক্লিয়ারিং হাউস খোলা রাখা হয়েছে। কিন্তু এতদিন সঞ্চয়পত্রের টাকা লেনদেনের বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা হয়ে ছিল না। তবে এবার কেন্দ্রীয় ব্যাংক সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের কথা চিন্ত করে এই নির্দেশনা দিয়েছে।

রবিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন।

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে জানানো হয়, ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেটের মেয়াদ পূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধেও অন্তর্ভুক্ত করা হলো ব্যাংকিং লেনদেন কার্যক্রমের সাথে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন