ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার মাশুল মওকুফ

করোনাভাইরাস প্রতিরোধে চলা সাধারণ ছুটিতে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে। এই অবস্থায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে স্টোর রেন্ট বা পণ্য রাখার ভাড়া মওকুফ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

তবে ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল এর মধ্যে যাদের পণ্য বন্দরে এসে পৌঁছাবে এবং যারা এই সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য ডেলিভারি নেবেন শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ বলেন, ২৬ মার্চ থেকে সরকারি ছুটিতে যাদের পণ্য বন্দরে পৌঁছেছে এবং ওই সময়ে পণ্য বন্দর থেকে ডেলিভারি নিবেন শুধুমাত্র তারাই স্টোর রেন্ট মওকুফের সুবিধা পাবেন। সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। মন্ত্রণালয় থেকে আমি মৌখিকভাবে বিষয়টির অনুমোদন পেয়েছি, সরকারি খোলার দিনে আশা করছি লিখিত আদেশ পেয়ে যাব। তবে এর আগে থেকে যারা পণ্য এনে বন্দর ইয়ার্ডে রেখে দিয়েছেন তারা এর সুবিধাবঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেওয়া সরকারি ছুটিতে যেসব ব্যবসায়ীরা পণ্য এনেও ছাড় নিতে পারেননি। এই সুবিধার মাধ্যমে তাদের আর্থিক ক্ষতির কিছুটা হলেও কম হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন