ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা জান্নাতুল পিয়ার

করোনাভাইরাস সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। শুক্রবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ঘোষণা দেন তিনি।

জান্নাতুল পিয়া ফেসবুকে লিখেছেন, আমি যে সাহায্যের ব্যবস্থাটা করছি সেটা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ফ্যামিলির জন্য যারা সমাজে সবার কাছে বলতে পারে না যে কি সমস্যার মধ্যে তারা আছে। তারাই সবচেয়ে বেশি সমস্যার মধ্যে থাকেন। তো সেখান থেকে তারা চায়ও না যে তাদের প্রাইভেসি নষ্ট হোক, সবাই জানুক।

তিনি আরও লিখেছেন, কোনো ব্যক্তি যদি আর্থিক বা খাদ্য সংকটে থাকেন, আপনার ধর্ম বা ব্যক্তিত্ব যাই থাকুক না কেন, আপনার কাছে অনুরোধ দিন শেষে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাবেন না। আমার সঙ্গে যোগাযোগ করতে লজ্জা বা দ্বিধাবোধ করবেন না। যদি আপনি না হয়ে অন্য কেউও হয়, সেটাও আমাকে জানালে অত্যন্ত খুশি হব।

এছাড়া শুধু ঢাকায় সাহায্য না করে ঢাকার বাইরে সাহায্য করতে আহ্বান জানিয়েছেন পিয়া। ঢাকার বাইরে মধ্যবিত্ত পরিবারগুলো আদৌ সাহায্য পাচ্ছে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেন তিনি। তার এই সহায়তার কাজে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাইলে তাদেরও যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।

জান্নাতুল পিয়ার কাছে সাহায্য চাইতে তার ফেসবুকের ইনবক্স, মেইল অথবা মনোনিত একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মনোনিত নম্বর ০১৭১৪৫০৯৮৪৪ (শিশির) এবং মেইল এড্রেস  jfpeya@gmail.com।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন