ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে সংসদের উচ্চকক্ষের নির্বাচনে শিনজো আবের জয়

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দল এলডিপি ও তার জোট রবিবার সংসদের উচ্চকক্ষের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।

সংবিধান পরিবর্তন করতে চাইলে কোন দল বা জোটের দুই-তৃতীয়াংশ আসন পাওয়া জরুরি। কিন্তু নির্বাচনে এলডিপি জোট দুই-তৃতীয়াংশ আসন লাভে ব্যর্থ হওয়ায় এ সরকার সংবিধান পরিবর্তন করতে পারবে না। খবর বার্তা সংস্থা কিয়ডোর।

নির্বাচনে এক কোটি ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী সপ্তাহে সরকারিভাবে এই ভোটের ফল ঘোষণা করা হবে।

২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫ বার জাতীয় নির্বাচনে জয়ী হলো ক্ষমতাসীন দল এলডিপি । তবে আগামী ২০২১ সালের জাতীয় নির্বাচনে অংশ নেবেন না বলেই আগেই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

প্রধানমন্ত্রী সংবিধান পরিবর্তনের পক্ষে জন সমর্থন চেয়েছেন। অন্য কোনো দল তার এই জোটকে সমর্থন দিলেই কেবল তা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন