ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বস্তা প্রতি চালে বেড়েছে ৩/৪’শ টাকা

পাইকগাছায় করোনাভাইরাস ও বন্ধের সুযোগে চাল ব্যবসায়ীরা বস্তা প্রতি ৩০০/৪০০ টাকা বৃদ্ধি করেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নাভিশ্বাস উঠে গেছে।

জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলা সদর সহ বিভিন্ন বাজার বন্ধের সিদ্ধান্তের আগে চাল ইরি বোরো – ২৩. ৫০ কেজি দরে বস্তা ছিলো ১৪শত টাকা। বর্তমান তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ শত টাকা। ইরি বোরো – ২৮. ৫০ টাকা কেজি দরে বস্তা ছিলো ১৪ শত ৫০ টাকা, তা বেড়ে এখন ১৯ শত টাকা। ইরি বোরো – ৩০. ৫০ কেজি বস্তা ছিলো ১৫ শত ৫০ টাকা, যা বেড়ে এখন ২ হাজার টাকা করা হয়েছে।

হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের ও মধ্য আয়ের মানুষের মাঝে নাভিশ্বাস উঠেগেছে। তারা প্রশাসনকে চালের বাজারের দিকে দৃষ্টি দেয়ার আহবান জানিয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন