সুস্থ হয়ে উঠেছেন করোনায় আক্রান্ত হওয়া রানী এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লস। কিভাবে এতো দ্রুত সুস্থ হলেন প্রিন্স? এ নিয়ে কৌতুহল অনেকেরই। ভারতের স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, বেঙ্গালুরুর এক আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসার মাধ্যমেই সুস্থ হয়েছেন প্রিন্স।
প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির জোরেই সুস্থ হয়েছেন প্রিন্স চার্লস। আর তার সম্পূর্ণ কৃতিত্ব বেঙ্গালুরুর বিশেষজ্ঞের।
প্রতিমন্ত্রী আরও বলেন, বেঙ্গালুরুতে ‘সৌক্য’ নামের একটি স্বাস্থ্যকেন্দ্র চালান ডা.মাথাই। তিনিই ফোনে আমাকে জানান, প্রিন্স চার্লসের শরীর থেকে করোনার জীবাণু দূর করতে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিকেই কাজে লাগানো হয়েছিল। তার চিকিৎসা সফল হয়েছে। প্রিন্স এখন সম্পূর্ণ করোনামুক্ত।
ডা. মাথাইয়ের এই সাফল্য নতুন দিশা দেখাচ্ছে ভারতকে। করোনা মোকাবিলায় এই ওষুধ কাজে লাগে কিনা ইতিমধ্যেই সেই পরীক্ষা-নিরীক্ষা চলছে।
আনন্দবাজার/ টি এস পি