ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৩ শতাংশে নামতে পারে দেশের প্রবৃদ্ধি

করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসতে পারে সাড়ে ৩ শতাংশে। বৃহস্পতিবার লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট এর প্রকাশ করা এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মহামারি করোনাভাইরাসের প্রভাবে মানবিক ও আর্থিক সংকট নেমে এসেছে পুরো বিশ্বেই। একই পরিস্থিতিতে আছে দক্ষিণ এশিয়ার প্রায় সবকটি দেশ। দেশে করোনা মোকাবেলায় কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার কারণে অর্থনৈতিক ক্ষতি ব্যাপক হবে বলে মনে করছে দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট। এরই পরিপ্রেক্ষিতে করা এক হালনাগাদ এর তথ্যের ভিত্তিতে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

দ্য ইকোনোমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, এ সংকটময় অবস্থায় চলতি বছর দেশের প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে প্রায় ৪ শতাংশ কমবে। শুধু বাংলাদেশই নয়, কভিডের কারণে প্রবৃদ্ধি কমবে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের। এর মধ্যে শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশ ও ভারত তুলনামূলক বেশি প্রণোদনা সরবরাহ করতে পারবে। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রণোদনার পরিমাণ কিছুটা সীমিত আকারের হবে।

এদিকে সংকট কাটাতে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই প্রণোদনামূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পাশাপাশি আর্থিক খাতে তারল্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন