ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখায় ঐ ১৬ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আফতাবগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল মামুন। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভুমি) জানান- করোনা ভাইরাস সংক্রমন এড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যহত থাকবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন