করোনাভাইরাস মহামারি বড় ধরনের অর্থনৈতিক মন্দা এনে দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে চীন ও ভারতের জন্য।
জাতিসংঘের বাণিজ্য শাখার এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ধাক্কায় বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশ মন্দার মুখোমুখি হলেও চীন ও ভারতে তার প্রভাব তুলনামূলকভাবে অনেকটাই কম পড়বে।
তবে কীসের ভিত্তিতে আর্থিক মন্দার কবল থেকে চীন ও ভারতের বাইরে থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে, ওই প্রতিবেদনে তা বিস্তারিত বলা হয়নি। চীনের বাইরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গত দুই মাসে কীভাবে উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রার অবমূল্যায়ন, পর্যটন রাজস্ব হ্রাস, মূলধন ঘাটতি, রফতানি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে, তাও উঠে এসেছে এই প্রতিবেদনে।
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, করোনা মহামারির কারণে বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় ২৫ মিলিয়ন (আড়াই কোটি) মানুষ। একই সঙ্গে, বৈশ্বিক বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ কমে যাবে ৪০ শতাংশ।
আনন্দবাজার/ টি এস পি