ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩৬ হাজার কর্মী বরখাস্ত করবে ব্রিটিশ এয়ারওয়েজ

প্রায় ৩৬ হাজার কর্মীকে সাময়িক বরখাস্ত করতে যাচ্ছে যুক্তরাজ্যর সবচেয়ে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজ। করোনা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছে বিমান শিল্প। এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।

জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজ তাদের কর্মীদের ইউনিয়নের সঙ্গে এক সপ্তাহ সময় ধরে আলাপ-আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৫২ জন। এবং চিকিৎসার পর সুস্থ হয়েছেন ১৩৫ জন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক এবং প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন