প্রানঘাতী করোনা ভাইরাসে আরও ১২ বাংলাদেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট বাংলাদেশি মারা গিয়েছে ৫০ জন। মঙ্গলবার দেশটিতে ৮ বাংলাদেশির মারা গিয়েছিল।
করোনা ভাইরাসের আক্রান্তেরন দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মোট ২ লাখ ১৫ হাজার ১৭৫ জন আক্রান্ত হয়েছেন। ৫ হাজার ১১০ জন মারা গিয়েছে।
অন্যদিকে মহামারি করোনা ভাইরাসে দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ২০৩টি দেশ ও অঞ্চলে।
সারাবিশ্বে করোনায় মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এই সংখ্যা নিশ্চিত করেছে।
বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গুরুতর অবস্থা আছেন ৩৫ হাজার ৪৭৮ জন। ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জন স্থিতিশীল অবস্থাতে রয়েছেন।
আনন্দবাজার/এস.কে