সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকের বাড়তি ভাড়ায় পণ্যের দাম বৃদ্ধির আশংকা

নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্যবাহী ট্রাক চলাচলে সরকার নিষেধাজ্ঞা না দিলেও রাজধানীতে ট্রাক ঢুকছে খুবই সীমিত পরিসরে। কারণ হিসেবে আড়তদাররা জানায়, চাহিদা কম থাকায় এখন পণ্য কম ঢুকছে। কিন্তু ট্রাক পেতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে তাদের। বিক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে মূল্যবৃদ্ধি হওয়ার আশংকা রয়েছে।

ক্রেতা বিক্রেতা সহ আড়তদারেরা অনেকেই বলেছেন, অঘোষিত লকডাউনে ক্রেতা যেমন কমতি তেমনি কৃষকরাও হাটে আসছেন না। ওদিকে ট্রাক চালাতেও চালকেরা রাজি না। যারাও নামছেন রাস্তায় তারাও নিচ্ছেন বাড়তি ভাড়া।

পরিবহন নেতারা বলছেন, আপাতত চাহিদা কম থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, নির্দেশনা দেয়া থাকলেও কোথাও কোথাও ড্রাইভার পাওয়া যাচ্ছে না।
অঘোষিত লকডাউনের ফাদেঁ পড়ে চাহিদা অনুযায়ী নিত্যপণ্যের ঘাটতি যাতে না হয় সেই দাবি করছেন ক্রেতারা।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাস-ফেলে ধোঁয়াশা

সংবাদটি শেয়ার করুন