ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমবে ডিসেম্বরে

ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে যে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানো হবে কিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে জলদিই বৈঠক হবে এমনটাই জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু আগামী বছরের শুরু দিকেই নতুন দাম কার্যকর হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সরকারি পর্যায় থেকে বলা হয়েছিল, বিশ্ববাজার বিবেচনায় দেশের বাজারে তিন ধাপে জ্বালানি তেলের দাম কমানো হতে পারে। গত এপ্রিলে প্রথম ধাপে জ্বালানি তেলের দাম গড়ে সাড়ে সাত ভাগের মতো কমানো হয়েছিল। গত অক্টোবরে ইঙ্গিত আসে দ্বিতীয় ধাপে কমানোর।

দ্বিতীয় ধাপে দাম কমানোর প্রস্তাব বিপিসি থেকে জ্বালানি মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছেছে। এমন অবস্থায় অত্রমন্ত্রী জানান, ডিসেম্বরে আসতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত।

তবে সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এবারো অকটেন ও পেট্রোলের দামই বেশি কমার।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন