ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে জমায়েত, কোয়ারেন্টাইনে ২০০০

দিল্লির একটি মসজিদে বড় জমায়েতকে কেন্দ্র করে করোনা সংক্রমণের আশঙ্কা ছড়াল কয়েক হাজার মানুষের মধ্যে। এই ঘটনার কেন্দ্র করে প্রায় ২০০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই মসজিদে জমায়েতের জেরে অনেকের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।

ভারতে এই প্রথম এত জন করোনা সন্দেহভাজনদের একসাথে নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে দিল্লিতে একইদিনে নতুন করে ২৫ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭।

এর মধ্যে শঙ্কার বিষয় হচ্ছে, এই জমায়েতে উপস্থিত ছিলেন এমন এক ব্যক্তি তামিলনাড়ুতে মারা গেছেন। যদিও তার করোনায় মৃত্যু হয়েছে কি-না এখনো নিশ্চিত নয়। ফলে ২০০০ জনকে সাথে সাথে কোয়ারেন্টাইনে পাঠানোর পাশাপাশি নমুনা পরীক্ষা করা হচ্ছে ১৭৫ জনের। স্থানীয়দের মতে এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন