ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মক্কায় জারি হলো ২৪ ঘণ্টার কারফিউ

মরণঘাতী করোনাভাইরাস সৌদি আরবে ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। আক্রান্তের সংখ্যা ক্রমাগতই বেড়ে চলেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৩ জনে দাঁড়লো। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে আট জন।

করোনাভাইরাস প্রতিরোধে পবিত্র নগরী মক্কার ছয়টি জেলায় জারি করা হয়েছে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা থেকেই কারফিউ জারি করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজইয়াদ, আল মাসাফি, মিসফালাহ, আল হুজুন, নাকাসা ও হোশ বকর জেলাগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব এলাকায় প্রবেশ বা বহির্গমন নিষিদ্ধ থাকবে। কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটায় বাইরে যাওয়া যাবে।

এর আগে, ২৬ মার্চ থেকে সৌদি আরবের ব্যস্ততম এলাকা মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদে বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। পরে মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দায় এর সময়সীমা বাড়ানো হয়েছিল।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন