করোনা ভাইরাস আক্রান্ত যেকোনও ব্যক্তি, এমনকি অবৈধ প্রবাসীদেরও চিকিৎসার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া।
সৌদির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে সবাইকেই চিকিৎসা নেয়ার জন্য বিনা সংকোচে সরকারি-বেসরকারি যেকোনও হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দেশটির বাদশাহ। সৌদির নাগরিক এবং বৈধ ভিসাধারী বা অবৈধ প্রবাসীদেরও এই অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধেই মূলত এ ব্যবস্থা অনুসরণ করে প্রয়োজনীয় সেবা নেয়ার ওপর জোর দিয়েছেন বাদশাহ সালমান। সৌদি আরবে কয়েক হাজার প্রবাসী বিভিন্ন সমস্যায় রেসিডেন্স কার্ড বা আকামা নবায়ন করতে না পেরে অবৈধ নাগরিক হয়ে আছেন। তারা শঙ্কায় ছিলেন করোনা আক্রান্ত হলে কোথায় যাবেন এবং কি করবেন। তবে সৌদি বাদশাহর এই আদেশের পর তাদের এসব চিন্তা দূর হয়েছে।
ইতোমধ্যেই করোনা ভাইরাস রোধে সৌদিতে সরকার ঘোষিত ২১ দিনের আংশিক কারফিউয়ের সঙ্গে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জেদ্দায় বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা।
এ পর্যন্ত সৌদিতে ১ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জনের।
আনন্দবাজার/এস.কে