ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প: যুক্তরাষ্ট্রে করোনায় এক লাখেরও বেশি মৃত্যু হতে পারে

প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প স্বীকার করলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে। রবিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফৌসি মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে।

ডা. অ্যান্টনি ফৌসির এই মন্তব্য নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।

ট্রাম্প বলেন, ডা. অ্যান্টনি ফৌসির এক লাখ মৃত্যুর ধারণা সঠিক ও যুক্তিযুক্ত। এখনই যদি সঠিক পদক্ষেপ না নেয়া হয় তবে ২০ লাখও ছাড়াতে পারে মৃত্যুর সংখ্যা।

এক মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন