ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতারে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

সারা বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে কাতারে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি ছিল কাতারে প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু।

শনিবার (২৮ মার্চ) কাতারের জনস্বাস্থ্য মন্ত্রী এক বিবৃতিতে জানায়, কাতারে এই প্রথম করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা এক রোগীর মৃত্যু হয়েছে। যিনি মারা গেলেন তিনি একজন বাংলাদেশি নাগরিক। তার বয়স ছিল ৫৭ বছর। তিনি দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে ভুগছিলেন।

বিবৃতিতে জনস্বাস্থ্য মন্ত্রী মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে শনিবার কাতারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত কাতারে ৪৫ জন রোগী সুস্থ হয়েছেন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬০ জন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন