ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

নভেল করোনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি কাজী মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। মারুফের শরীরেও এই ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। তিনি সকলের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।

জানা যায়, কাজী মারুফ ও তার স্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

এছাড়া, ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় এর মধ্য দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন।

উল্লেখ্য, কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। এরপর বাবা কাজী হায়াৎ এর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন