করোনার সংক্রামণ রোধে সাধারণ ছুটি ঘোষণা করায় রাজধানী ছেড়েছেন প্রায় ১ কোটি মানুষ। মোবাইল ফোন অপারেটরদের দেয়া তথ্যের ভিত্তিতে এমনই তথ্য দিয়েছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
এনটিএমসির এক কর্মকর্তা জানান, ১ কোটি ফোন ব্যবহারকারীর সাথে পরিবারের অনেকেই গ্রামে চলে গেছেন। এদের মধ্যে কারও যদি করোনাভাইরাস থেকে থাকে, তাহলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে দেশে ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি মনে করেন।
এনটিএমসি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান জানান, এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণফোনের ৪৬ লাখ, রবি’র ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে। তিনি বলেন, এত বিপুলসংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে ভয়াবহ আকাড় ধারণ করতে পারে।
করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। তারপর থেকেই গ্রামে ছুটছে মানুষ।
এদিকে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৮৫ জন। অপরদিকে ২৭ হাজার ৩৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
আনন্দবাজার/শহক