ভারতের পাঞ্জাবে ৭০ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তারপরই পাঞ্জাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়, পাঞ্জাবের ২০ টি গ্রামের ৪০ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রাখার।
পাঞ্জাব কর্তৃপক্ষ জানায়, শিখ ধর্মপ্রচারক ছিলেন বলদেব সিং। সম্প্রতি তিনি ইতালি এবং জার্মানি সফর করে দেশে ফিরে ছিলেন। প্রানঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল কিন্তু সেই নির্দেশ তিনি মানেননি।
কর্তৃপক্ষ আরও জানায়, মারা যাবার কিছুদিন আগেই শিখ ধর্মের উৎসব হোলা মহল্লা উপলক্ষে বড় ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন তিনি।
মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের উৎসব হোলা মহল্লা উপলক্ষে বলদেব সিং বড় ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন। ছয় দিনব্যাপী ওই উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। উনি মারা যাবার পর তার পরিবারের ১৯ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।
এক জনের মাধ্যমেই এরা সবাই সংক্রমিত হয়েছেন এমনটাই ধারণা করা হচ্ছে। তার জন্য ২০ টি গ্রামের ৪০ হাজার বাসিন্দাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮৭৩ জন আক্রান্ত হয়েছে ৮৭৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারতে এখন ২১ দিনব্যাপী লকডাউন করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে