ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্পেনে করোনা টেস্ট করবে রোবট

করোনার প্রকোপে পুরো পৃথিবীই বিপর্যস্ত। প্রতিনিয়ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ মানুষ, আক্রান্ত হচ্ছে অগণিত। এমনকি কোভিড-১৯ এ আক্রান্তদের পরীক্ষা করতে গিয়ে অথবা চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরাও। তাই চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে স্পেন এবার এক অভিনব রোবট তৈরির কথা ভেবেছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই রোবটের ফলে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমবে। বর্তমানে স্পেনের যা জনসংখ্যা তার মধ্যে প্রায় ১২ শতাংশ চিকিৎসক।

এ বিষয়ে স্প্যানিশ প্রশাসন জানিয়েছে, এই রোবট প্রতিদিন ৮০,০০০ মানুষের টেস্ট করতে পারবে। টেস্ট করার সময় কোনও চিকিৎসককে পাশে থাকা লাগবে না। অর্থাৎ কোনও ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তা হলে আর চিকিৎসক নয় রোবটের মাধ্যমে হবে করোনাভাইরাসের টেস্ট। এর ফলে এই প্রাণঘাতী ভাইরাস থেকে কিছুটা হলেও রেহাই পাবেন চিকিৎসকেরা।

মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। আর সুস্থ হয়েছেন ফিরেছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।

আনন্দবাজার/ডব্লিউ এ

সংবাদটি শেয়ার করুন