ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় ভারতকে ২২ কোটি দেবে আমেরিকা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ২২ কোটি টাকা দেবে বলে ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের শিকার হওয়া মোট ৬৪ টি দেশকে ১৭৪ মিলিয়ন বা প্রায় ১৪০০ কোটি টাকা সহায়তা করবে আমেরিকা। এছাড়া ভারতে অতিরিক্ত আরও ২২ কোটি টাকা দিবে বলে জানিয়েছে আমেরিকা।

এর আগে গত মাসেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে ১০০ মিলিয়ন ডলার বা ৭৫০ কোটি টাকা দেবে বলে জানিয়েছিল আমেরিকা। বিশ্বে করোনার শিকার ৬৪টি দেশের জন্যই এই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

ল্যাবরেটরি, কোয়ারেন্টিন সেন্টার, করোনা মোকাবিলায় আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে এই আর্থিক সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকা।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন