ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পর করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

এদিকে এর আগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই স্বাস্থ্যমন্ত্রী নিজে আক্রান্ত হওয়ার কথা জানান।

ম্যাট হ্যানকক জানান, তার দেহের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। তিনি স্বেচ্ছাই আইসোলেশনে আছেন, এবং বাড়ি থেকে কাজ করবেন বলে জানিয়েছেন।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১৮২ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেব অনুযায়ী যুক্তরাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন