ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস বন্ধ

করোনা সংক্রমণ রোধে দেশে রপ্তানিমুখী সকল পোশাক কারখানা আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রপ্তানিমুখী তৈরি পোশাক সংগঠনের আওতাধীন সব সংগঠনের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে যেসব কারখানায় পিপিই তৈরি করা হয়, সেসব কারখানা খোলা থাকবে। এজন্য মালিকদের নিজ উদ্যোগে শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পোশাক কারখানা বন্ধ করে দিতে মালিকদের প্রতি আহ্বান জানায় বিজিএমইএ’র সভাপতি রুবানা হক। তিনি জানান, সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে তাদের সব কারখানা বন্ধ রাখা হবে। এর পর পরই বিকেএমইএ, বিটিএমইএসহ পোশাক খাতের অন্যান্য সংগঠনগুলো কারখানা বন্ধের ঘোষণা দেয়।

এছাড়া বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনও এসময় তাদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন