৬ মাসের জন্য লকডাউন হতে পারে ব্রিটেনে। কারণ লকডাউনে যে ফল মিলেছে তা ইতিবাচক বলেই মানছে বরিস জনসন সরকার৷ করোনা মোকাবিলায় লকডাউনই সবথেকে ভাল উপায় মানছেন তারা।
ব্রিটেনের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জেনি হ্যারিস জানিয়েছেন, ধীরেধীরে এই লকডাউনের সুফল আমরা পেতে শুরু করেছি৷ তবে এই মাহামারীর গ্রাফ কবে শিখর ছোঁবে সেদেশে সেই তথ্য নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷
সাংবাদিক সম্মেলনে জেনি জানান, লকডাউনের সময়সীমা বাড়তে পারে আরও ৬ মাস৷ করোনা মোকাবিলায় এটা খুব একটা অসম্ভব সিদ্ধান্ত নয় বলেই মানছেন তিনি ৷ তবে তারা লক্ষ্য রাখবেন কোন দিকে যাচ্ছে পরিস্থিতি ৷
আনন্দবাজার/শহক




