ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় স্পেনে ২ মিনিটে একজনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতি ২ মিনিটে  একজনের মৃত্যু হয়ছে। স্পেনে গত ২৪ ঘণ্টায় এ ঘটনা ঘটে। এতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৬৯ জনের।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের মাদ্রিদে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি স্পেনে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানী মাদ্রিদে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশকিছু দিন থেকে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন প্রবাসী ওই বাংলাদেশি। পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

বিশ্বে ইতালির পরে স্পেনেই মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন